চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হালান্ডকে নিয়ে বার্সা-রিয়াল টানাটানি

বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে বার্সেলোনার মতো দলে চায় রিয়াল মাদ্রিদও। আক্ষরিক অর্থেই দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বীর টানাটানি এখন নরওয়ে তারকাকে নিয়ে।

বুন্দেসলিগায় হালান্ডের নজরকাড়া পারফরম্যান্স, হুমড়ি খেয়ে পড়ছে নামি-দামি ক্লাবগুলো। গত মৌসুমের পর এ মৌসুমেও ধারাবাহিকতা অব্যাহত। লিগে ১২ ম্যাচে ১৫ গোল আর ৫ অ্যাসিস্ট হয়ে গেছে। সব টুর্নামেন্ট মিলিয়ে সেটা ১৯ ম্যাচে ২২ গোল। আসছে দলবদলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাই হালান্ড।

কদিন আগেই স্প্যানিশ সুপার কাপে রিয়ালের বিপক্ষে হেরে বাদ পড়েছে জাভি হার্নান্দেজের বার্সা। লা লিগায় নেই শক্ত অবস্থানে। নতুন করে দল গড়ে তুলতে লড়ছেন জাভি। যাতে বাগড়া দিচ্ছে ক্লাবের অর্থনৈতিক টানাটানি। তবুও সভাপতি হুয়ান লাপোর্তা চান হালান্ডকে যেকোনো মূল্যে দলে টানতে।

বার্সার বাজে আর্থিক অবস্থার সুযোগটাই নিতে চায় রিয়াল। হালান্ডকে আগে থেকেই চোখে চোখে রেখেছিল লস ব্লাঙ্কোস কর্তৃপক্ষ। ফরাসি তারকা কাইলিয়ান এমবাপের দিকেও চোখ রিয়ালের। কিন্তু এখনই তাকে পিএসজি থেকে আনা সম্ভব হচ্ছে না। তাই হালান্ডকে দলে পেতে লড়াইয়ে শক্ত অবস্থানে নামছে রিয়াল।

ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও হালান্ডকে পাওয়ার দৌড়ে। এমবাপে রিয়ালে চলে গেলে হালান্ডকে পেতে চাইবে পিএসজিও। ফরাসি জায়ান্টরা কাড়ি কাড়ি টাকা ঢালতে কার্পণ্য করবে না একবিন্দুও। এত ক্লাবের নজরের মাঝেই হালান্ডের জন্য উঠেপড়ে লেগেছে রিয়াল-বার্সা।

বার্সা-রিয়ালের এমন কাড়াকাড়ি অবশ্য নতুন নয়। ২০০৩ সালে ইংলিশদের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে ধারে খেলানোর জন্য রাজি করিয়ে ফেলেছিল বার্সা, রিয়াল তাকে ২৫ মিলিয়ন ইউরোতে কিনেই ফেলে। বার্সা সেই জবাব দিয়েছিল পরে, রোনালদিনহো, লুইস সুয়ারেজ ও নেইমারকে দলে টেনে। টানাটানির তালিকায় সবশেষ নাম হালান্ড।