Site icon চ্যানেল আই অনলাইন

হাবিব ওয়াহিদের চেয়ে নিজেকে এগিয়ে রাখলেন ফেরদৌস ওয়াহিদ

চার দশকের বেশি সময় ধরে গান করছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালক হিসেবেও কাজ করেছেন।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

চলচ্চিত্রে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

তাঁর আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে— ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান ‘মা মুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

এই কিংবদন্তী পপশিল্পী এবার ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ আজীবন সম্মাননা পেয়েছেন।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

গত সপ্তাহে তারকাদের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘চ্যানেল আই তারকা কথন’ -এ অতিথি হয়ে আসেন তিনি। কথা বলেন তার সংগীত জীবন নিয়ে।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

এরপর তিনি একটি ‘র‍্যাপিড ফায়ার ইন্টারভিউ’ -তে অংশ নেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ‘একজন সংগীতশিল্পী হিসেবে কাকে এগিয়ে রাখবেন, ফেরদৌস ওয়াহিদ নাকি হাবিব ওয়াহিদ?’

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

উত্তরে তিনি বলেন, ‘সংগীতের ৪০ বছর আগের অবস্থানের কথা চিন্তা করলে আমি ফেরদৌস ওয়াহিদকে এগিয়ে রাখবো’

Exit mobile version