হাতিরঝিলের পার্শ্ববর্তী এলাকার একটি এতিমখানায় ইফতারের আয়োজন করেছে নায়ক বাপ্পী চৌধুরীর ভক্তদের নিয়ে তৈরী ফেসবুক পেজ। ইফতারে শিশুদের সঙ্গে থাকবেন ‘নায়ক’ বাপ্পী চৌধুরী।
গত চার বছর ধরে প্রতি রমজানে তার ভক্তরা এই ইফতার আয়োজন করে আসছে বলে জানান নায়ক বাপ্পী চৌধুরী। এই ভক্তদের কেউ ফেনীর, কেউ চট্টগ্রামের আবার কেউ রংপুরের। বাপ্পী আরো জানান, ফেনীতে তার নামে এটি শিক্ষালয় করেছে তার ভক্তরা।
টিম বাপ্পী ফেসবুক গ্রুপ পেজ অ্যাডমিন এইচকে মিজান জানান, সারা বাংলাদেশে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সকল গ্রুপ পেজ প্রায় ১ কোটি অতিক্রম করেছে। এছাড়াও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী’র ফেসবুক ‘টিম অব বাপ্পী’ গ্রুপ পেজটি ইতিমধ্যে দুই লক্ষ অতিক্রম করেছে। আমরা নায়ক বাপ্পীর পাগলপারা ভক্ত। আমরা ইফতারির আয়োজন করেছি। যা গত কয়েক বছর ধরে করছি। তিনিও সম্মতি দিয়েছেন এটি আমাদের বড় প্রাপ্তি।
বর্তমানে বাপ্পী দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর কাজ করছেন। বিপরীতে রয়েছেন অপু বিশ্বাস।









