Site icon চ্যানেল আই অনলাইন

হাজারও কণ্ঠে বর্ষবরণ প্রস্তুতি দেখে মুগ্ধ তারা

হাজারও কণ্ঠে বর্ষবরণ প্রস্তুতি পরিদর্শনে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনের বাংলা নতুন বছরকে বরণের এই আয়োজনের সঙ্গী হয়েছিলেন তারা।

সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে হাজারও কণ্ঠে বর্ষবরণের প্রস্তুতি দেখে মুগ্ধ হন শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ।

সুরের ধারা কলেজ অব মিউজিক স্কুলে শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ পুতুল শিল্পীদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গানও করেন।

প্রতিবছর বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার তত্ত্বাবধানে সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে সারাদেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে আয়োজন করা হয় হাজারও কণ্ঠে বর্ষবরণ।

চৈত্র সংক্রান্তি ও হাজারও কণ্ঠে বর্ষবরণের অনুষ্ঠান এবারো হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version