Site icon চ্যানেল আই অনলাইন

গোখাদ্যের তীব্র সংকট মোকাবিলায় হাইড্রোপনিক ঘাস চাষ

সুনামগঞ্জের হাওর এলাকায় হাইড্রোপনিক ঘাস উৎপাদন শুরু হয়েছে। বর্ষায় হাওর এলাকায় গোখাদ্যের তীব্র সংকট মোকাবিলায় ঘাস উৎপাদনের এ পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন কৃষক।

সুনামগঞ্জসহ দেশের সাতটি হাওরাঞ্চলের বেশিরভাগ জমি প্রায় আট মাস পানিতে তলিয়ে থাকে। গোখাদ্যের তীব্র সংকট দেখা দেয় এ সময়। অনেক কৃষক খাদ্য যোগাড় করতে না পেরে বিক্রিও করে দেন তার গবাদি পশু। এই সংকট মোকাবিলায় সম্প্রতি হাইড্রোপনিক ঘাস চাষ শুরু হয়েছে হাওরের তিন জেলায়।

সুনামগঞ্জের দিরাই, শাল্লা, নেত্রকোনার খালিয়াজুড়ি এবং কিশোরগঞ্জের ইটনা ও মিঠামাইন উপজেলায় প্রাথমিকভাবে একটি বেসরকারি সংস্থার সহায়তায় কৃষক হাইড্রোপনিক ঘাস চাষ করছেন।

কৃষককে প্রশিক্ষণ দিয়ে হাইড্রোপনিক ঘাস চাষে আগ্রহী করে তুলতে পারলে গোখাদ্যের সংকট কাটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞ।

হাইড্রোপনিক পদ্ধতিতে ছয়-সাত কেজি ঘাস উৎপাদনে চারশ’ গ্রাম গম বীজের প্রয়োজন বলে জানিয়েছেন কৃষক।

এ কে এম মহিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে:

Exit mobile version