চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাইকোর্টে দুইপক্ষের আইনজীবীদের বিক্ষোভ ও আনন্দ মিছিল

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানিয়েছে, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আবার রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী পন্থি আইনজীবীরা তারেক রহমানের ফাঁসির দাবিতে মিছিল করে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ এর সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। সেই ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী নিহত হন।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এই মামলার রায় ঘোষণা করেন। রায় উপলক্ষে সুপ্রিমকোর্ট এলাকায় নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

রায় শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তারা জানায়, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

এদিকে রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী পন্থি আইনজীবীরা তারেক রহমানের ফাঁসির দাবিতে মিছিল করে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: