Site icon চ্যানেল আই অনলাইন

হজের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে সৌদি আরবের আহ্বান

মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসকে সামনে রেখে পরিস্থিতি বিবেচনার জন্য চলতি বছর হজের জন্য যারা পরিকল্পনা করছেন, তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কিছুদিন অপেক্ষা করতে বলেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বক্তব্য প্রচারিত হয় বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরা সহ হজ পালন স্থগিত করেছে।

সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় দেশটি। এছাড়া মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ আদায়ও বন্ধ করে দেয়া হয়।

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৩ এবং মারা গেছে ১০ জন।

 

Exit mobile version