Site icon চ্যানেল আই অনলাইন

সড়কে আবারও মৃত্যুর মিছিল

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে ৬, কুমিল্লার দাউদকান্দিতে ৩ ও সাতক্ষীরায় ১ জন নিহত হয়েছেন।

এর মধ্যে শনিবার বেলা ১২টার দিকে গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: নগরীর দেবিশিংপাড়া এলাকার আক্কাস আলী, মেহের চন্ডী এলাকার মাহাবুবুর রহমান, গোদাগাড়ীর আশিয়া।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনা কবলিতরা রাজশাহী থেকে একটি প্রাইভেটকার যোগে গোদাগাড়ির মহিষাল বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।

শনিবার তিন জেলার সড়কে প্রাণহানির খবর হয়তো গণমাধ্যমে এসেছে। তবে এর বহুগুণ খবর গণমাধ্যমে আসে না। যে খবর গণমাধ্যমে আসে সেই সংখ্যাও শঙ্কার। তবুও এমন প্রাণহানি থামাতে যেন কারও দায় নেই। নাহলে একই দিনে ১০ জন মানুষের মৃত্যু সংশ্লিষ্টদের নাড়া দিত।

সড়কে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেসব নির্দেশনা তেমন একটা বাস্তবায়ন করা হয়নি। সেই নির্দেশনা যেমনই চালকবান্ধব, তেমনই সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও কার্যকর। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়নও নেই বললেই চলে! এটা কোনোভাবেই কাম্য নয়।

সড়কে অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি।

Exit mobile version