ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ডের মতামত নিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি না করে বেলা ৩টার দিকে পুনরায় কাশিমপুরে নিয়ে গেছে কারা কর্তৃপক্ষ।
হাসপাতালে আনার পরেই বিএসএমএমইউ পরিচালক মির্জা ফখরুলের জন্য দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠন করেন। প্রফেসর ডাক্তার রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালেই মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের কেবিন ব্লকে ৬ সদস্যের মেডিকেল বোর্ড দীর্ঘ সময় ধরে তার সমস্যার কথা শোনেন।
চিকিৎসকেরা জানান, ফখরুল তাদেরকে মাথা ঘুরানো এবং কোমরে ব্যাথার কথা জানিয়েছেন। এ সমস্যাগুলো শোনার পর তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করে বোর্ড। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএসএমএমইউ’র পরিচালক। হাসপাতালে ভর্তির বিষয়ে তিনি বলেন, ‘যেসব পরীক্ষা-নিরীক্ষার তালিকা বোর্ড তাকে দিয়েছে সেগুলোর জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। মির্জা ফখরুল সুস্থ আছেন। যেসব পরীক্ষাগুলো করতে বলা হয়েছে সেসব বর্হিবিভাগ থেকেই করানো যায়’।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাশিমপুর কারাগারে অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকের পরামর্শে তাকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়।






