Site icon চ্যানেল আই অনলাইন

স্বাগতিকদের প্রথম সোনা এলো জুডোতে

টোকিও অলিম্পিকে অনেক সাফল্য দেখবে জাপান। কিন্তু তাকাতো নাওহিসার নামটি লেখা থাকবে আলাদা করে। নিজ দেশের আসরে জাতীয় সঙ্গীত প্রথমবার যে বেজে উঠেছে তার হাত ধরেই। দেশকে প্রথম সোনা উপহার দিয়েছেন তিনি।

জুডোতে ছেলেদের ৬০ কেজি ওজনশ্রেণির ফাইনালে সোনা জিতেছেন তাকাতো নাওহিসা। সেরার মঞ্চে চাইনিজ তাইপের ইয়াং ইয়ং উইকে হারিয়েছেন। রিও ডি জেনিরোয় ২০১৬ আসরে একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন নাওহিসা।

শনিবার নিপ্পন বুডোকানে ২৩ বছর বয়সী ইয়াং ইয়ং উইর মাধ্যমে টোকিও আসরে চাইনিজ তাইপে পেয়েছে প্রথম পদকের দেখা। অলিম্পিক ইতিহাসে যেটি দেশটির জুডোয় পাওয়া প্রথম পদকও।

এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের ইয়েলডোস সেমেতোভ ও ফ্রান্সের লুকা এমখাইডজে। তারা পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের টরনিকে টাজাকাডোয়াকে।

Exit mobile version