আগেরদিনের অপরাজিত দুই ব্যাটার সৌম্য সরকার ও শুভাগত হোম স্পর্শ করেছেন দেড়শর মাইলফলক। দুজনে ভর করে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪৮১ রান। জবাবে ৩৮৯ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে সাউথ জোন।
বিসিএলে অন্য ম্যাচে ইস্ট জোনের ১৬৬ রানের জবাবে ৩১০ রান তুলতে পেরেছে নর্থ জোন। ইস্ট জোন দিন শেষ করেছে ১২৭ রানে পিছিয়ে থেকে।
চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংস রোববার সৌম্য ১২৮ ও শুভাগত ৬২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সোমবার দ্বিতীয় দিনে ১৫০ তুলে নাহিদুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন
অন্যপ্রান্তে সালমান হোসেনকে নিয়ে ১৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন শুভাগত। সালমান করেছেন ৭০। এতে ৪৮১ রানের লিড পায় সেন্ট্রাল জোনের।
রিশাদ হোসেন নিয়েছেন ৫ উইকেট।
বড় রানের সামনে শুরুতেই এনামুল হকের উইকেট হারিয়ে চাপে পড়ে সাউথ জোন। অমিত হাসানকে নিয়ে শুরুর চাপ সামাল দেন পিনাক ঘোষ। এক উইকেট হারিয়ে ৯২ রান তুলে দিন শেষ করে সাউথ জোন। পিনাক অপরাজিত ৬৭ রানে। অমিতের সংগ্রহ ২৫।
অন্য ম্যাচে, তানজিদ হাসানের ৯২ রানে ভর করে ৩১০ তুলে অলআউট হয় নর্থ জোন। যেখানে অঙ্কন ও শারিফুল্লাহ ৪৮ ও ৪৯ রানে আউট হয়ে ফিফটি হাতছাড়া করেছেন।
ইফরান হোসেন পেয়েছেন ৫ উইকেটের দেখা। ৩ উইকেট তুলেছেন তানভীর ইসলাম।







