সিরিজের একমাত্র টেস্ট ও তিন ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর টি-টুয়েন্টি সিরিজে নেমে পড়ল বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার শক্তিশালী একাদশে সাজিয়ে নেমেছে টাইগাররা। ওয়ানডেতে না থাকা সৌম্য সরকারকে ফিরিয়েছে। স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান খেলছেন।
বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর সতর্কতার অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টিকেট বিক্রি সীমিত করেছে বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, সরকারি নির্দেশনায় করোনা সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামে জনসমাগম সীমিত করেছি।
দর্শকদের জন্য মাত্র ৫ হাজার টিকেট ছাড়া হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের। শের-ই-বাংলা স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৬ হাজার হলেও সোমবার সন্ধ্যার ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার দর্শক।
সিরিজের একমাত্র টেস্টে সাড়ে তিনদিনে জেতা টাইগার দল আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে থেকে প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের বিশাল জয় তোলে। পরের ম্যাচে লড়ে আনে ৪ রানের জয়। সিলেটে শেষ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়ক অধ্যায়ের বিদায়ী ম্যাচে জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল বিপ্লব, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।








