দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারের ব্যাটে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় তুলেছে খুলনা টাইগার্স। ৬ ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান মুশফিকুর রহিমের দলের।
৩১ বলে ৪৩ করে সৌম্য আউট হন। থিসারা পেরেরাকে নিয়ে বাকি কাজ টুকু সারেন ফ্লেচার। ক্যারিবীয় তারকার অপরাজিত ৭১ রানে ৩৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় খুলনা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করা সিলেট ৫ উইকেটে ১৪২ রান তুলেছিল। সেটি ১৪.২ ওভারে টপকে যায় খুলনা।
মিঠুন ৫১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেছেন। আগের চার ম্যাচের একটিতে জিতে টেবিলের তলানিতে থাকা সিলেটের আসরে জয় মাত্র একটি।
এদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন মোহাম্মদ মিঠুন। তার দৃঢ়তায় শুরুতে ধীরে ঘুরতে থাকা রানের চাকায় গতি পায় সিলেট। শেষ ১০ ওভারে ১০০ রান তুলে খুলনাকে চ্যালেঞ্জ জানায় লড়াই করার মতো পুঁজি তুলে।
খুলনার পেসার খালেদ ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন নাবিল, রাব্বি ও সৌম্য।
জবাব দিতে নেমে ফ্লেচার ও সৌম্যের জুটি থেকে আসে ৯৯ রান, ৬৫ বলে। সৌম্য ৬ চার ও এক ছয়ে ৩১ বলে ৪৩ রান করে নাজমুল ইসলামের বলে কাটা পড়েন।
ফ্লেচার ছিলেন সাবলীল। দারুণ ব্যাটিংয়ে ৪৭ বলে ৭১ রান করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন, মেরেছেন ৫টি করে চার ছক্কা। তাকে সঙ্গ দিয়ে শেষদিকে মাঠে নামা পেরেরা ৯ বলে ২২ রানের ঝড় তুলে থাকেন অপরাজিত।







