Site icon চ্যানেল আই অনলাইন

সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা

আওয়ামী লীগ ও বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছে। সরকারের দ্বিতীয় বর্ষপুর্তির দিনটিতে বিএনপির এই সংক্রান্ত ঘোষণার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দেয়।

আর এ নিয়েই রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি বলছে, এর মাধ্যমে সরকার সংঘাতের রাজনীতিকে উষ্কে দিচ্ছে। আর সরকারি দল আওয়ামী লীগ বলছে, বিএনপিকে আর নতুন করে মানুষের জানমাল নিয়ে খেলতে দেওয়া হবে না।  

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অ্যাখ্যা দেয়া বিএনপি শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয়।

বিএনপির এমন ঘোষণার পর আওয়ামী লীগও ‘গণতন্ত্রের বিজয় দিবস’ রাজধানীর আরও ১৭ টি স্থানসহ সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশের ঘোষণা দেয়।  

শনিবার সন্ধ্যায়  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

Exit mobile version