তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন সুনেরাহ বিনতে কামাল।
রবিবার (১৭ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’। প্রধানমন্ত্রীর পক্ষে সুনেরাহ বিনতে কামালের হাতে পদক তুলে দিয়েছেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি।
২০১৯-এর ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।







