Site icon চ্যানেল আই অনলাইন

সেমিতে যেতে টাইগার যুবাদের চাই ২৬৬

এক পর্যায়ে বড় রানের লক্ষ্য চোখ রাঙ্গালেও শেষদিকে ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের যুবা বোলাররা। তাতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে ভারতের বিপক্ষে ২৬৬ রানের লক্ষ্য পেয়েছে যুবা টাইগাররা।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে ব্যাটিংয়ে এসে ভারতের শুরুটা ছিল বাংলাদেশের যুবাদের জন্য আতঙ্ক জাগানিয়া। ১৬ রানে প্রথম উইকেট হারালেও একপর্যায়ে ৩৬ ওভারে ৭ উইকেট হাতে রেখে ১৭৬ রান তুলে ফেলে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

ওপেনার পৃথ্বী পঙ্কজ শোর (৪০) সঙ্গে জুটি গড়ে ৮৬ রান তোলেন শুভমন গিল। নাঈম হাসানের বলে ব্যক্তিগত ৮৬ রানে শুভমন উইকেটরক্ষক মাহিদুল হাসান অঙ্কনের হাতে ধরা পড়ার পরেই ধস নামে ভারতের ইনিংসে।

দেশাই ৩৪ ও অভিষেক শর্মা ৫০ ছাড়া মিডলে বলার মত রান নেই আর কোন ভারতীয় যুবার।

ভারতের মিডলঅর্ডার ধসিয়ে দেয়া পেসার কাজী অনিক পেয়েছেন ৩ উইকেট। আরেক পেসার নাঈম হাসানের শিকার ২ উইকেট। ভারতের লেজ ছেঁটে দিয়ে অধিনায়ক সাইফ হাসানের শিকারও জোড়া উইকেট। সমান একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও রবিউল হক।

Exit mobile version