রকস্টার জেমসের সেই পাগলা ভক্তের কথা মনে আছে? যে জেমসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রাজধানীতে বিশাল বিশাল বিলবোর্ড ঝুলিয়ে ছিলেন? কিংবা যার টানে ভক্তের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যেতে হয়েছিলো জেমসকে?
হ্যাঁ। জেমসের সেই পাগলা ভক্তের নাম প্রিন্স মোহাম্মদ। বাড়ি কিশোরগঞ্জ হলেও জেমসের টানে ছুটে এসেছিলেন ঢাকায়। এখানে ব্যবসাও শুরু করেছেন তিনি। দেশে বিদেশে বিভিন্ন কনসার্টেও জেমসের সাথে ছুটে যান তিনি। এছাড়া নানা সময়ে জেমসের প্রতি ভালোবাসা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন প্রিন্স। আর সেই পাগলা ভক্তের সদ্য ভূমিষ্ট পুত্রের নাম রাখলেন জেমস।
প্রিন্স মোহাম্মদ বলেন, আমার ছেলের জন্ম হয়েছে গত বছরের ৯ ডিসেম্বর। কিন্তু আমি গুরুকে (জেমস) বলে রেখেছিলাম আমার ছেলের নাম উনাকেই রাখতে হবে। প্রায় আড়াই মাস পর রবিবার (২৪ ফেব্রুয়ারি) গুরু আমার ছেলের নাম দিলেন, আযান।
গুরু জেমস ছেলের নাম দেয়ায় বেশ উচ্ছ্বসিত প্রিন্স। বললেন, গুরু আমার ছেলের নাম রাখলেন আযান, এতে সত্যিই আমি ভীষণ আনন্দিত। স্বপ্ন পূরণের মতো আনন্দ।
উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রকস্টার জেমস। ওপেন কনসার্ট ছাড়া যিনি সব সময়েই থাকেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি গণমাধ্যমেও একেবারে অনুপস্থিত এই তারকা মিউজিশিয়ান।
এদিকে গত ২০০০ সাল থেকে প্রতি বছর জেমসের জন্মদিন উদ্যাপন করে আসছেন প্রিন্স। কিশোরগঞ্জ থাকা কালীন সময়ে নিজের বাসায় প্রিয় শিল্পীর নামে কেক কাটতেন, তবে এখন দলে বলে জেমসের সঙ্গেই কেক কাটেন।








