জমে উঠেছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সভা, সেমিনার আর দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও পরিবেশকদের মিলন মেলায় পরিণত হয়েছে উৎসবটি। বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে বাংলা ভাষাভাষি নতুন ছবি দেখারও সুযোগ পান ঢাকার দর্শক। আর সেইসব দর্শকের জন্য আনন্দ সংবাদ জানালেন উৎসব আয়োজকরা।
ভাষাগত মিল থাকায় পাশের দেশ ভারতের অঙ্গরাজ্য কলকাতার বহু চলচ্চিত্র নির্মাতাই বাংলাদেশের দর্শকের কাছে বেশ জনপ্রিয়। এরমধ্যে সৃজিত মুখার্জী ও অঞ্জন দত্তের নাম এলে তো কথায় নেই!
বাংলাদেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে এবার ঢাকার দর্শক দেখতে পারবেন সৃজিত ও অঞ্জন পরিচালিত তিনটি ছবি। সেইসঙ্গে থাকছে ‘ডিরেক্টর টকস’। তবে সৃজিত ভক্তদের জন্য কিছুটা মন খারাপের হলেও অঞ্জন ভক্তদের জন্য থাকছে সুখবর!
কারণ ঢাকা চলচ্চিত্র উৎসবে অঞ্জন দত্তের ‘ফাইনালি ভালোবাসা’ প্রদর্শনের আগেই ঢাকায় পৌঁছাবেন তিনি। ১৮ জানুয়ারি বিকাল ৫টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে দেখানো হবে তার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাইনালি ভালোবাসা’। সিনেমা শুরুর আগে দর্শকের সঙ্গে আলোচনাতেও অংশ নিবেন তিনি। বুধবার এমনটাই জানালেন উৎসব কর্তৃপক্ষ।
বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর কাজ ব্যস্ত থাকায় ঢাকায় আসতে পারছেন না সৃজিত। তবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে এই উৎসবে দর্শক দেখতে পারবেন সৃজিত মুখার্জীর ‘ভিঞ্চি দা’ ও ‘শাহজাহান রিজেন্সি’।
এরমধ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে ‘ভিঞ্চি দা’ এবং শাহবাগস্থ পাব্লিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের শেষ দিন (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে ‘শাহজাহান রিজেন্সি’।








