জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস মোকাবেলায় প্রয়োজনে সিরিয়ায় সেনা মোতায়েন করবে সৌদি নেতৃত্বাধীন আইএস বিরোধী সামরিক জোট ।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেয়ের বলেন, সন্ত্রাসবাদ ইসলামিক দেশগুলোকে আঘাত করছে। এর বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো উচিত।
এই জোট সদস্য দেশগুলোর সঙ্গে সামরিক প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ এবং গোয়েন্দা তথ্যও বিনিময় করবে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, এই জোট শুধু আইএস নয় যেকোনো সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।






