Site icon চ্যানেল আই অনলাইন

সিরিজ শুরুর আগেই সিডন্সকে পাচ্ছে বাংলাদেশ

চট্টগ্রাম থেকে: জেমি সিডন্সের করোনা পজিটিভ হওয়ার দশম দিন সোমবার। মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু বুধবার।

ঢাকায় সোমবার তৃতীয়বার করোনা টেস্ট হবে বাংলাদেশের ব্যাটিং কোচের। তাতে পজিটিভ এলেও সমস্যা থাকছে না। কেননা সিডন্সের উপসর্গ কিংবা শারীরিক কোনো অসুস্থতা নেই। করোনা পজিটিভ হওয়ার পর ৮ দিন আইসোলেশনে কাটলেও দ্বিতীয় টেস্টের ফল পজিটিভ আসে।

বিসিবি এই সিরিজে অনুসরণ করছে টোকিও অলিম্পিকের গাইডলাইন। সেখানে জৈবসুরক্ষা বলয়ের পরিবর্তে চালিয়ে নেয়া হচ্ছে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই)।

বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আমাদের কোভিড প্রটোকল অনুযায়ী কারো যদি উপসর্গ কিংবা শারীরিক সমস্যা না থাকে, তাহলে ১০ দিন পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আজই তার শেষ দিন। ২২ তারিখ তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, সিডন্স দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার। টাইগারদের সাবেক হেড কোচ একযুগ পর ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসার পর তার তৎপরতা ছিল লক্ষণীয়। বিপিএল দেখেতে সিলেট পর্যন্ত ছুটে গিয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় সবার আড়ালে থাকতে হল কিছুদিন।

ফিরলে মঙ্গলবারই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম-সাকিবদের নিয়ে কাজ করতে দেখা যেতে পারে সিডন্সকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার অনুশীলন করবে না বাংলাদেশে ও সফরকারী আফগানিস্তান। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তামিমরা ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুশীলন করবেন রশিদ-মুজিবরা।

Exit mobile version