আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শারজায় বিকেল চারটায় নামবে টিম টাইগার্স। বিসিবি সূত্রে জানা গেছে, কুঁচকির চোট শেষ ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে শান্তকে।
তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায়, তাতে ফাইনালে রূপ নিয়েছে শেষের লড়াই। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশকে সিরিজে ফেরান শান্ত।
মন্থর উইকেটে ১১৯ বলে ৭৬ রান করে হন ম্যান অব দ্য ম্যাচ। সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।
প্রথম ওয়ানডেতে চোট পাওয়া মুশফিকুর রহিমকে সিরিজে আর পায়নি বাংলাদেশ। আঙুলের চোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে দিয়েছে অভিজ্ঞ ব্যাটারকে। এবার তিন ফরম্যাটের অধিনায়ক শান্তকে নিয়েও চিন্তা বাড়ল। তাকে রেখেই রোববার ঘোষণা করা হয়েছে উইন্ডিজ সফরের দল।









