বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম পুরোধা জসিম উদ্দিন মণ্ডল আর নেই। সোমবার সকাল ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সোমবার সকাল ১০টায় সিপিবি অফিসে, এবং সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে রাখা হবে। এরপর তার মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে।
‘বুধবার তার মরদেহ গ্রামের বাড়ি ঈশ্বরদিতে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৯৫ বছর বয়সী বিপ্লবী এই নেতা দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি ঈশ্বরদীতে থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগেও দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং রেলের শ্রমিকদের দাবি-দাওয়া আদায় অন্দোলনের অন্যতম পুরোধা জসিম উদ্দিন মণ্ডলের বক্তৃতা ছিল অসাধারণ। মানুষকে অনুপ্রেরণা প্রদানকারী সেই কণ্ঠটি সোমবার সকাল ৬টায় চিরতরে স্তব্ধ হয়ে গেল।







