Site icon চ্যানেল আই অনলাইন

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদর্শনী নর্থ কোরিয়ার

নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে নর্থ কোরিয়া, যা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য। এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিবিসি জানায়, বৃহস্পতিবার নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে রাজধানী পিয়ংয়ংয়ে একটি কুচকাওয়াজের মাধ্যমে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর অভিষেক অনুষ্ঠানের ঠিক আগে এমন অস্ত্র প্রদর্শনী করলো  নর্থ কোরিয়া, এর আগে যুক্তরাষ্ট্র্রকে নিজেদের ‘সবচেয়ে বড় শত্রু’ বলে ঘোষণা দিয়েছিলেন কিম জং উন।

এদিন ৪টি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যা আগে কখনো দেখানো হয়নি বলে নিশ্চিত করেছেন সামরিক বিশেষজ্ঞরা।
কয়েকদিন আগে পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ ও সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন কিম, তার প্রেক্ষিতেই এমন প্রদর্শনী বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version