Site icon চ্যানেল আই অনলাইন

সাক্ষাৎকার দিতে ঢাকায় ভারতীয় কিউরেটর

শের-ই-বাংলা স্টেডিয়ামে রানপ্রসবা উইকেট বানাতে পারেন না গামিনী ডি সিলভা। বহুদিনের পুরনো এমন অভিযোগ ও বিতর্ক জোরেশোরে ফিরেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আড়াইদিনে শেষ হওয়ার পর। সমালোচনা বাড়লেও অবশ্য স্বপদে টিকে যাচ্ছেন এ লঙ্কান। তাকে রেখেই আরও দুই বিদেশি কিউরেটর আনার চিন্তা করছে বিসিবি। সে সূত্রেই সোমবার সাক্ষাৎকার দিতে এসেছেন ভারতীয় কিউরেটর প্রভিন হিঙ্গনিকর।

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন এ দফায় কেবল সাক্ষাৎকার দেবেন প্রভিন, ‘আপাতত তিনি এসেছেন ইন্টারভিউ দিতে। আমরা বেশ কয়েকজন কিউরেটরের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে প্রভিন একজন। আলাপ হোক, দেখি পরে তার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিবো। আসলে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো।’

৫১ বছর বয়সী প্রভিন ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন। খেলোয়াড়ি জীবনে ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

সব ঠিকঠাক এগোলে প্রভিন বিসিবির কিউরেটর হিসেবে নিযুক্ত হবেন। তাতে অবশ্য চাকরি হারাচ্ছেন না গামিনী। মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে ২০১০ সাল থেকে কাজ করা এ লঙ্কানকে ঘিরে যদিও সমালোচনা বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই।

মূর্তিকারিগর

মূলত হোম অব ক্রিকেটের মাঠ সংস্কারের পর থেকেই গামিনীকে ঘিরে বিতর্ক বাড়তে থাকে। মাঠ সবুজের গালিচা তকমা হারিয়ে বাদামী রং ধারণ করেছিল নতুন করে সাজানোর পর। আউটফিল্ডের অবস্থা বাজে হয়ে পড়েছিল। সেসময় সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া আউটফিল্ড নিয়ে প্রকাশ্যেই অভিযোগ জানায়। তাতে মাঠের ভাগ্যে জোটে দুটি ডিমেরিট পয়েন্টও।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ হয় আড়াইদিনে। মাত্রাতিরিক্ত ঘূর্ণি ধরায় মিরপুরের উইকেট পায় এক ডিমেরিট পয়েন্ট। তিন ডিমেরিট পয়েন্ট নিয়ে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় হোম অব ক্রিকেট। পাঁচবছর সময়ের মধ্যে আর দুটি ডিমেরিট পেলেই একবছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না হোম অব ক্রিকেট।

গামিনীকে নিয়ে বিতর্ক তৈরি হওয়াতে বিসিবি সিদ্ধান্ত নেয় নতুন কিউরেটর নিয়োগের। সিদ্ধান্ত হয় দু’জন নিয়োগ দেয়ার। তাদের মধ্যে একজন এলেন বাংলাদেশে। গুঞ্জন রয়েছেন গামিনী বিসিবির কিউরেটর হিসেবে থাকতে চাইছেন না। যদিও এই আলোচনার কোন সত্যতা মেলেনি। যদি গামিনি তার স্বপদে বহাল থাকেন নতুন কিউরেটররা তার সঙ্গেই কাজ করবেন।

Exit mobile version