টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ পেরিয়ে গেলেও দুজনের পারফরম্যান্স এখনো বেশ উজ্জ্বল। দুবছর পর আরেকটি বিশ্বকাপে তাদের নাও দেখা যেতে পারে। সম্ভাবনা রয়েছে ক্যারিয়ারের ইতি টানারও।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর অবসরের ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব। যদি তেমন হয়, তাহলে এটিই তো শেষ বিশ্বকাপ!
অভিজ্ঞ দুই ক্রিকেটারের শেষটা রাঙাতে তরুণদের প্রতিনিধি নাজমুল হোসেন শান্ত ভালো পারফরম্যান্স উপহার দিতে চান। বাংলাদেশ সাফল্য পেলেই ভালো স্মৃতি নিয়ে শেষ করতে পারবেন তারা।
বিশ্বকাপ মিশনে বুধবার দিবাগত রাতে ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে অধিনায়ক সংবাদ সম্মেলনে সাকিব-রিয়াদ প্রসঙ্গে বললেন, ‘জানি না, এটা তাদের শেষ বিশ্বকাপ কিনা, এটা ধারণা। তবে আমি কিছুই জানি না। আমরা তরুণ খেলোয়াড় যারা আছি, তারা অবশ্যই চাইবো যে উনারা এত লম্বা সময় ধরে খেলেছেন, তাদেরকে ভালো মেমোরিজ দেয়ার। ভালো একটা বিশ্বকাপ শেষ করে হয়ত তাদেরকে উপহার দিলাম। অবশ্যই এটা ইয়াং খেলোয়াড়দের দায়িত্ব এবং সবার মধ্যে অবশ্যই সে চেষ্টা থাকবে।’
অভিজ্ঞ দুই তারকার থেকে বিশ্বকাপের মঞ্চে শেখার অনেক জায়গাও দেখছেন শান্ত, ‘সাকিব ভাই, রিয়াদ ভাই, তাদের কাছে বাড়তি কিছু চাই না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, যার যেই রোল আছে, সেটি যদি করতে পারে, দল অবশ্যই উপকৃত হবে। যেই জিনিসটা চাইবো, ওনাদের যে অভিজ্ঞতা আছে ওটা যদি প্রত্যেকটা খেলোয়াড়ের মাঝে ছড়িয়ে দেন, তাহলে ছোট ছোট যে জায়গাগুলোতে আমাদের উন্নতির দরকার আছে, তাহলে আমার ভালো অবস্থানে থাকব।’





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)



