ম্যাচ শেষেও শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারির একটা অংশ ফাঁকা হচ্ছিল না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখার অপেক্ষায় ছিলেন অনেক দর্শক। বাংলাদেশ ও আফগানিস্তান দলের ক্রিকেটাররাও সিরিজ শেষের আনুষ্ঠানিকতার জন্য দাঁড়িয়ে ছিলেন সীমানা দড়ির পাশঘেঁষে উত্তর গ্যালারির কাছের অংশে।
এমন সময় হঠাৎ করেই টাইগার ক্রিকেটারদের মাঝে চলে যান শারীরিক প্রতিবন্ধী এক ক্রিকেটভক্ত। প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে কাছে পেয়ে আনন্দে ভাসছিলেন নারায়ণগঞ্জ থেকে আসা আল-আমিন নামের ওই তরুণ। বিশ্বসেরা অলরাউন্ডার কিছুক্ষণ কথা বলেন ছেলেটির সঙ্গে।
বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররাও আল-আমিনের সঙ্গে গল্পে মেতে ওঠেন। পরে কিশোর ভক্তটিকে স্মরণীয় এক মুহূর্ত উপহার দেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
ছবি তোলার আবদার মেটান, কথা বলেন। আর যাওয়ার সময় নিজের সাইন করা একটি ক্রিকেট বল উপহার দেন। খুশিতে আত্মহারা আল-আমিন সেই বল হাতে বাউন্ডারি সীমানার পাশে দাঁড়িয়ে বাঁহাতে বোলিং করার চেষ্টা করেন।
ডান হাত পুরোপুরি বাঁকা হওয়ায় বাঁহাতই সম্বল। এ তরুণের স্বপ্ন বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার।








