চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাকিবের ব্যাটে এগোচ্ছে টাইগাররা

পাওয়ার প্লের ৬ ওভারে ৪৫ রান। চলতি আসরে বাংলাদেশের সেরা শুরু। প্রথম ওভারেই নাঈম শেখতে হারিয়ে বসার পর পাপুয়া নিউগিনির বিপক্ষে লিটন দাস ও সাকিব আল হাসান নিচ্ছিলেন টেনে। লিটন ফিরে গেছেন দশ ওভারের আগেই। পরে ফিরে গেছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার বাঁচা-মরার ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওমান ম্যাচের জয়ী একাদশ অপরিবর্তিত রেখে নেমেছে বাংলাদেশ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আল আমেরাত স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৭২ রান তুলেছে বাংলাদেশ। সাকিব ৩৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ শূন্য রানে ব্যাট করছেন। মুশফিকুর রহিম ৮ বলে ৫ রানে সাজঘরে হাঁটা দেন।

ইনিংসের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ তোলা নাঈম পরের বলে শূন্য রানে ফিরে যান ক্যাচ দিয়ে। লিটন বাজে ফর্ম কাটিয়ে ওঠার আভাস দিচ্ছিলেন। একটি করে ছয়-চারও মারেন, কিন্তু ২৯ রানের বেশি আগাতে পারেননি, ২৩ বলের ইনিংস তার।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে চাপে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জিতে পথে ফেরে। যদিও বিপদ কাটেনি। মূলপর্বে যেতে পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই হবে সমীকরণের সামনে টিম টাইগার্স।