চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তার ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার সংবাদমাধ্যমকে তথ্যটি জানান।

জানুয়ারি থেকে খেলোয়াড়দের বিশ্রাম কিংবা ছুটির ব্যাপারে নতুন কাঠামোর কথা ভাবছেন বিসিবি সভাপতি।

‘যার বিশ্রাম দরকার তাকে তো দিতেই হবে। সাকিব তো চোটে নেই, বিশ্রামও চায়নি। বিরতি চেয়েছে পারিবারিক প্রয়োজনে। সে ছুটি চেয়েছে। ইনজুরিও না রেস্টও না। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগে থেকেই বলে এসেছি যে কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, সেটি অফিসিয়ালি হতে হবে। আগাম জানতে চাই। হঠাৎ করে হলে তো সমস্যা।’

‘জানুয়ারি থেকে বলে দেয়া হবে আগে থেকে যেন জানানো হয়। অন্যান্য খেলোয়াড়দের তাতে রেডি করতে পারি।’

শনিবার সাকিব পারিবারিক প্রয়োজনে ছুটি চেয়ে চিঠি পাঠান ক্রিকেট বোর্ডে। বিসিবি তার কিছুক্ষণ আগে সাকিবকে নিয়েই ১৮ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড সফরের।

সাকিব ছাড়া বাংলাদেশ স্কোয়াডে নেই আর কোনো বাঁহাতি স্পিনার। যদিও বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনে না ঝোঁকার সম্ভাবনাই বেশি। নেয়া হতে পারে বাঁহাতি ব্যাটার। কিংবা বাকি ১৭ জনকে নিয়েই নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেতে পারে বাংলাদেশ।