Site icon চ্যানেল আই অনলাইন

সাকিবের একাডেমিতে ইমরুল

উইন্ডিজ সিরিজে ওয়ানডে, টেস্ট কোনো ফরম্যাটেই বাংলাদেশ দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের। এমনকি টপঅর্ডারের এ ব্যাটসম্যানকে বিবেচনা করা হয়নি প্রাথমিক দলেও। বারবার বাদ পড়া আর দলে অন্তর্ভুক্ত হওয়া যেন নিয়মে পরিণত হয়েছে তার জন্য।

মিরপুরে অনুশীলনের সুযোগ নেই, তাতে কী! থেমে তো থাকা যাবে না। হতাশার মাঝেও তাই নিজেকে নতুন করে তৈরি করতে ইমরুল ছুটে গেলেন রূপগঞ্জে সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমিতে।

মাসকো-সাকিব ক্রিকেট একাডেমির ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে সেখানকার উইকেটে ইমরুলের ব্যাটিং সেশন।

মাসকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এ একাডেমিতে আছে বিশ্বমানের সব সুযোগ-সুবিধা। দেশ-বিদেশের পেশাদার ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে।

একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এ মাসেই। অন্যান্য একাডেমি থেকে ব্যতিক্রম হল, ভর্তি ইচ্ছুক ক্রিকেটারদের জন্য রাখা হয়নি নির্দিষ্ট বয়সসীমা।

Exit mobile version