Site icon চ্যানেল আই অনলাইন

সাকিবের মতো বার্নিকাটের স্যালুট

সাকিবের একটি ছবি নিয়েই সরব পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম। কেউ তার সেই স্যালুট দেয়া ছবিটিই ফেসবুকে শেয়ার করছেন। আবার কেউ সাকিবের অনুকরণে নিজেও স্যালুট দিয়ে ছবি তুলছেন।

এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে নিজের স্যালুট দেয়া ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ টাইগার্সের ঐতিহাসিক সাফল্যে রাষ্ট্রদূত বার্নিকাটের অভিনন্দন। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সালাম বাংলাদেশ গো টাইগার্স।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বেন স্টোকসকে বোল্ড আউট করেই এক ভিন্নরকম সেলিব্রেশন দেখান সাকিব আল হাসান। সোজা দাঁড়িয়ে এক্কেবারে স্যালুট ঠুকে বসেন তিনি।

এর আগে বাংলাদেশে সফররত ইংল্যান্ড দলের সঙ্গে দ্বিতীয় ওয়ানডের দিন জস বাটলারের আউটের উদযাপন নিয়ে বাকবিতণ্ডা শেষ অব্দি শাস্তিতে গড়ায়। মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার শাস্তি দেওয়া হয়। সসময় যথেষ্ট তিরস্কৃতও হন বাটলার।

বাংলাদেশ ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলে ফেসবুক-টুইটারে। অনাকাঙ্ক্ষিত সেই শাস্তিভোগের পর সাকিবের এই উদযাপন যেন স্বস্তি দেয় বাংলাদেশী ক্রিকেট ভক্তদের।

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান নেন ৪টি উইকেট।

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ৬ নম্বরে নেমে বেন স্টোকস করেছিলেন ২৫ রান। সেই বেন স্টোকসকে বোল্ড আউট করেই স্যালুট ঠুকে বসেন সাকিব। সাকিবের স্যালুটে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।

Exit mobile version