Categories: আদালত

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড: রিভিউ শুনানি শুরু

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রিভিউ (রায় পুনর্বিবেচনা আবেদন) শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে রোববার এ শুনানি শুরু হয়। আদালতের সাঈদীর পক্ষে শুনানি শুরু করেন খন্দকার মাহবুব হোসেন। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববারের শুনানি শেষে সোমবার পর্যন্ত শুনানি আজকের মত মুলতবি করা হয়েছে।

গত ৬ এপ্রিল সাঈদীর আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বেঞ্চ ১৪ মে রিভিউ শুনানির দিন ধার্য করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০১৬ সালের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছিলেন সাঈদীর আইনজীবীরা।

আর একই বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

সে আদেশের বিরুদ্ধে পরে রিভিউ করেন সাঈদী ও রাষ্ট্রপক্ষ।

এস এম আশিকুজ্জামান

অনলাইন জার্নালিস্ট, চ্যানেল আই।

Share
Published by
এস এম আশিকুজ্জামান

Recent Posts

বাংলাদেশিদের জন্য আবারও বন্ধ মালদ্বীপের শ্রমবাজার

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে…

4 mins ago

জালভোট দেওয়ার চেষ্টা ও ভুয়া এজেন্টসহ আটক ২

শেরপুরে নকলার চন্দ্রকোনার রাজলক্ষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও ভুয়া এজেন্টসহ ২…

10 mins ago

পরিচ্ছন্ন শক্তিতে বাংলাদেশকে ক্ষমতায়িত করা মানে টেকসই ভবিষ্যত: পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আজকে বাংলাদেশকে পরিচ্ছন্ন শক্তি দিয়ে ক্ষমতায়িত করা মানেই আগামী প্রজন্মের…

13 mins ago

আবারও বাড়ছে তাপমাত্রা

আগামী সপ্তাহের শুরুতে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মঙ্গলবার (২১ মে) সারাদেশে…

18 mins ago

সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি ওয়াশিংটনে…

21 mins ago