Site icon চ্যানেল আই অনলাইন

সাংবাদিক শিমুল হত্যা: পলাতক ৭ আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ৭ আসামি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছে।

আসামিরা হলো- শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের হাজী মোকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০), খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), আন্দার কোঠাপাড়ার আব্দুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫), চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রমানিকের ছেলে শাহান আলী (৪৫), পুকুরপাড়ের হাজী ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন আহম্মেদ (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল (৩৬)।

শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড কিপার (জিআরও) মো. আতাউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন,মঙ্গলবার সকাল ১১টার দিকে শিমুল হত্যা মামলার ৭ আসামি শাহজাদপুর উপজেলা আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হাসিবুল হক শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর  নির্দেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এ ঘটনায়  তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করলেও এজাহারভুক্ত ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ থেকে সনাক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

Exit mobile version