হ্যাজেলউড-স্টার্কদের বোলিং তোপের সামনে প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কা। সহজ জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ২০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং বেন ম্যাকডরমেট। ফিঞ্চকে বোল্ড করে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন হাসারাঙ্গা।
জস ইংলিশকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন ম্যাকডরমেট। ব্যক্তিগত ২৩ রানে ইংলিশকে ফেরান দিমুথ করুনারত্নে। পরের ওভারেই ম্যাক্সওয়েল আউট হন হাসারাঙ্গার শিকার হয়ে৷
উইকেটের এক পাশে যখন আসা-যাওয়ার মিছিল তখন একাই লড়ে যাচ্ছিলেন ম্যাকডরমেট। অভিষেকেই ফিফটি তুলে নিয়ে তিনি আউট হন করুনারত্নের বলে।
সপ্তম উইকেটে নেমে মার্কাস স্টয়নিস খেলেন ১৭ বলে ৩০ রানে ঝড়ো এক ইনিংস। তবে দলীয় ১৪১ রানে স্টয়নিস আউট হলে আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ১৪৯ এ থামে স্বাগতিকদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে সফরকারীরা। দলীয় ৩ রানে গুনাথিলাকা আউট হন জশ হ্যাজেলউডের বলে। ব্যক্তিগত ৬ রানে ফার্নান্দোকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স।
তৃতীয় উইকেটে নিসাঙ্কাকে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন আশাঙ্কা। জাম্পার বলে নিসাঙ্কার বিদায়ে ভাঙে সে জুটি। এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। এক পর্যায়ে ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।







