সরকার বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে পাগলের মত আচরণ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
আজ তিনি মির্জা আব্বাসের পক্ষে ধানমন্ডির ঝিগাতলা বৌ-বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় এ কথা বলেন।
নির্বাচনী মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যা ঘটছে তা এক কথায় ভয়াবহ। ধানমন্ডি এই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কমিশনার প্রার্থীকে প্রচারণার সময় পুলিশ তুলে নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
সরকারের পক্ষ থেকে বিএনপি কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হলেও কোন অবস্থাতেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবেনা বলেও মন্তব্য করেন।
সরকারের কাছে এখন দেশে দুই ধরনের লোক রয়েছে। একদিকে সরকার সমর্থক অন্যদিকে যারা রয়েছে তারা সবাই সন্ত্রাসী। নির্বাচন কমিশনের প্রতি তিনি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। ৫ জানুয়ারির নির্বাচনের মত প্রহসনের নির্বাচন না করার জন্য বলেন তিনি।






