Site icon চ্যানেল আই অনলাইন

সরকার উস্কানি দিচ্ছে, আমরা উস্কানির ফাঁদে পা দেব না: ফখরুল

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ পণ্ড করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। কিন্ত আমরা কোন উস্কানির ফাঁদে পা দেব না। দেশনেত্রীর নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো আমরা।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করে বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের শান্তিপূর্ণ সমাবেশের ভেতরে নেতাকর্মীদের মতো অবস্থান নেয়, স্লোগান দেয়। কিছুক্ষণ পর বিশৃঙ্খলা সৃষ্টি করে ওপর চড়াও হয়। আজও তাই হয়েছে। কর্মসূচিতে বিনা কারণে পুলিশ হামলা চালিয়েছে। অনেক নেতাকর্মীকে আটক করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই।

ফখরুল বলেন, গতকাল সারা ঢাকা শহর বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ সমাবেশ করেছে। অথচ আমরা একেবারে ছোট্ট কোন কর্মসূচিও করতে পারছি না। এটিই হলো আওয়ামী লীগের গণতন্ত্র!

এসময় ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা অনুমতি এখনো পাওয়া যায়নি বলে জানান ফখরুল।

তিনি বলেন, আমাদের একটি প্রতিনিধি দল অনুমতির ব্যাপারে কথা বলতে গেলে গোয়েন্দা তদন্তের পর অনুমতির ব্যাপারে জানানো হবে বলে জানায় পুলিশ। কোন নাশকতার আশংকা আছে কিনা তদন্ত করবে নাকি তারা! নাশকতা তো সরকারি বাহিনী করছে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।

আগামী ১০ মার্চ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার প্রেসক্লাবের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

Exit mobile version