চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সভা-সমাবেশে নিষেধাজ্ঞায় ‘অশনি সংকেত’ দেখছেন ফখরুল

রাজধানী ঢাকায় পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞাকে ‘গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মেট্রোপলিট পুলিশের সভা-সমাবেশের বিষয়ে নির্দেশনার পর বুধবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

সভা-সমাবেশে নিষেধাজ্ঞার নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।

অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

এর আগে নগরবাসীর ‘জানমালের সার্বিক নিরাপত্তায়’ বিবেচনায় পূর্ব অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে সভা, সমাবেশ ও গণজমায়েত করা থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। ডিএমপি ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করে।