Site icon চ্যানেল আই অনলাইন

সতীর্থদের প্রশংসায় মাশরাফি

প্রথমবারের মতো সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে মাশরাফি বাহিনী।

প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হওয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক বলেন, প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফেরাটা কঠিনই ছিলো। তবে দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও দলের ছেলেরা দুরন্ত খেলেছে।

দলের সব সতীর্থর পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক নাম ধরে প্রশংসা করেছেন সিরিজ সেরা হওয়া সৌম্য সরকার, তামিম ইকবাল ও দলের নতুন সেনসেশন পেসার মুস্তাফিজুর রহমানের।

মাশরাফি বলেন, সৌম্যর ব্যাটিং ছিলো দৃষ্টিনন্দন। আর এই ম্যাচে তামিম তার সহজাত প্রতিভাটা আবার দেখিয়েছে। এছাড়া মুস্তাফিজ একজন অসাধারণ ফাস্ট বোলার হয়ে উঠছে।

দলের সবার আত্মবিশ্বাসটা ভালো থাকার কারণেই এই ফলাফল হয়েছে বলে উল্লেখ করেন টাইগার দলনায়ক।

আগামী কিছুদিন অবশ্য দলের সঙ্গে ওয়ানডে অধিনায়কের বিচ্ছেদ থাকবে। টেস্ট না খেলার কারণে ঈদের ছুটির পর দলের সঙ্গে যোগ দেবেন না তিনি। টেস্ট সিরিজের পর নতুন সিরিজের আগে আবার জাতীয় দলে যোগ দেবেন মাশরাফি।

Exit mobile version