Site icon চ্যানেল আই অনলাইন

শিশুদেরকেও পিটিয়েছিলো এরশাদের পুলিশ

সবাই যখন বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে মাতামাতি করছেন, তখন সাংবাদিক মীর মাসরুর জামান ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারিতে স্বৈরাচারী এরশাদ সরকারের সেইদিনের নির্মম অত্যাচার-নির্যাতনের কথা মনে করিয়ে দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন:

স্বৈরাচারী এরশাদ সরকারের সময় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুযারি ঢাকায় শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশ যখন হামলা চালায় তখন পাশে শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা চলছিল। পুলিশ সেখানেও হামলা চালায়।

সারা দেশ থেকে আসা অনেক শিশু এবং তাদের অভিভাবকরা আহত হন। পুলিশের হামলায় হারমোনিয়াম-তবলা ভাঙে। বই-পত্র তছনছ হয়। একজন প্রতিযোগী হিসেবে আমিও ছিলাম সেখানে। অভিভাবক হিসেবে আমার বাবা ছিলেন, শরীফ ভাই, শরীফ আহমেদ ছিলেন। জাফর, জয়নাল, দীপালী সাহারা ওইদিন শহীদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার ধারাবাহিকতায় ৯০ পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। … বাই দ্য ওয়ে, ‘প্রাণসখা’রা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে!

Exit mobile version