Site icon চ্যানেল আই অনলাইন

‘শিল্পকলা পদক’ পেলেন সাত গুণী শিল্পী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ‘শিল্পকলা পদক’ পাওয়া গুণী শিল্পীরা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ‘শিল্পকলা পদক’ পাওয়া গুণী শিল্পীরা

Advertisements

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাত থেকে ২০১৬ সালের ‘শিল্পকলা পদক’ নিলেন যন্ত্রসংগীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চারুকলায় কালিদাস কর্মকার, লোকসংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান, নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ ও কণ্ঠ সংগীতে মিতা হক। তাদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

পদক প্রদান শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী। আরও ছিল দীপা খন্দকার ও অন্তর দেওয়ানের পরিচালনায় নৃত্য পরিবেশন।

সুবীর নন্দী
সুবীর নন্দী
Exit mobile version