Site icon চ্যানেল আই অনলাইন

শাহাদতকে ধরতে ৭ স্থানে পুলিশের তল্লাশি

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদত হোসেন এবং তার স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য অন্তত সাতটি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি। নিজের অবস্থান আড়াল করতে কয়েকবার মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করেছেন শাহাদত।

মিরপুরের উপ পুলিশ কমিশনার কাইয়ূম উজ জামান জানিয়েছেন, পুলিশের চোখ এড়াতে বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করছেন শাহাদাত এবং তার স্ত্রী।

তাদের অবস্থান নিশ্চিত হতে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে বলে জানা গেছে। শাহাদত ও তার স্ত্রী বার বার মোবাইল সেট ও সিম পরির্তন করায় পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়েও তাদের আটক করতে পারেনি।

তবে শাহাদতের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বা তার পরের দিন শাহাদত আদালতে আত্মসমর্পণ করতে পারেন।

শাহাদত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী মাকছুদা আকতার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে রোববার রাতে মামলা হয়েছে। তখন থেকেই শাহাদত এবং তার স্ত্রীকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।

মামলার বাদী সাংবাদিক মোজাম্মেল হক রোববার সন্ধায় আহত অবস্থায় হ্যাপিকে উদ্ধার করেন। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের দাগ দেখতে পেয়ে থানায় নিয়ে যান। মামলার পরে পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Exit mobile version