সালমান খানের ‘টিউবলাইট’ ছবিতে অতিথি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন শাহরুখ খান। এরপর জানা যায়, আনন্দ এল রাই পরিচালিত শাহরুখের ছবিতেও নাকি সালমান থাকবেন অতিথি হিসেবে। এবার শোনা গেল, বন্ধু সালমানকে অতিথি হিসেবে পেয়ে শাহরুখ খুশি হয়ে তাকে দামী একটি গাড়ি উপহার দিয়েছেন।
শত ব্যস্ততার মাঝেও সব শিডিউল বাতিল করে শাহরুখের ছবির গানের শুটিংয়ের জন্য সময় বের করেছেন সালমান। আর তাই সালমানের এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে শাহরুখ দামী গাড়ি উপহার দিয়েছেন সালমানকে। গতকাল বুধবার শুটিং সেটে সালমানের উপস্থিতির পরপরই নতুন মডেলের গাড়িটি সালমানকে উপহার দিয়ে চমকে দেওয়া হয়।
শাহরুখের ছবির শুটিং শেষ করেই সালমান উড়বেন মরক্কোর পথে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য দুই দিন থাকবেন সেখানে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি এ বছর ডিসেম্বরে মুক্তি পাবে। বলিউড লাইফ।








