বলিউড দুই বাদশা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান ভবিষ্যতে কি আত্মীয়তার বন্ধনে জড়াতে যাচ্ছেন? এটি নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং বিগ বি’র নাতনি নভ্যা নভেলি নন্দার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
তবে সে জল্পনাকেই আরও একবার উস্কে দিলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আরিয়ান ও নভ্যার একটি সেলফি। দুজনের সেলফিটি প্রথমে শেয়ার করেন শাহরুখ ছেলে আরিয়ান। এবং তার কিছুক্ষণের মধ্যেই নিজের ইন্সটাগ্রামে তা শেয়ার করেন নভ্যাও।
আর কিছুক্ষণের মধ্যেই এই ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আরিয়ান এবং শ্বেতা নন্দার মেয়ে নভ্যা ছোটবেলার বন্ধু। একটা সময়ের পর বন্ধুত্বের সম্পর্ক প্রেমের তো হতেই পারে। কেরিয়ার গড়তে দু’জনেই এখন লন্ডন পাড়ি দিয়েছেন। এমনকী বিদেশে তারা একই কলেজে পড়েন। সব মিলিয়ে তাদের প্রেমের জল্পনাকেই আরও একবার উস্কে দিয়েছেন সদ্য তোলা এই সেলফি।






