Site icon চ্যানেল আই অনলাইন

শাস্তি কমলো না মেসির

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির তিন মাসের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর ব্যাপারে কনমেবলের কাছে আবেদন করেছিল আর্জেন্টিনা। সেই আবেদন খারিজ করে দিয়েছে সাউথ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থাটি!

চলতি বছরের আগস্টে কোপা আমেরিকার আসরে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। টুর্নামেন্টে হয় তৃতীয়। আসরে রেফারিং নিয়ে ক্ষুব্ধ ছিলেন মেসি। কনমেবলকে আখ্যা দেন ‘দুর্নীতিগ্রস্থ’ হিসেবে। এমনকি তৃতীয় হওয়ার মেডেলও নিতে আসেননি মঞ্চে।

মেসির বিস্ফোরক মন্তব্যের পর আর্জেন্টাইন অধিনায়ককে তিন মাসের নিষেধাজ্ঞা ও ৫০ হাজার ডলার জরিমানা করে কনমেবলের গর্ভনিং বডি। পরে মেসি অবশ্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতে চিড়ে ভেজেনি।

নিষেধাজ্ঞা না কমায় তাই ৩ নভেম্বরের আগে মাঠে নামা হচ্ছে না মেসির। খেলতে পারবেন না ৯ অক্টোবর জার্মানি ও ১৩ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে।

Exit mobile version