চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক নাগরিক নাম গোপন রেখে ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন। 

বিতর্কিত ট্রাম্পের নাম প্রস্তাব করার যুক্তি হিসেবে বলা হয়েছে, ‘শান্তির জন্য ট্রাম্পের আদর্শিক অবস্থান অটল। তার এই অবস্থান কট্টর ইসলাম, ইসলামিক স্টেট, পারমাণবিক শক্তিধর ইরান ও কমিউনিস্ট চীনের জন্য হুমকির মতো কাজ করে।’

তবে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন, যুক্তরাষ্ট্রের জ্বালানীমন্ত্রী আর্নেস্ট মনিজ ও ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহির নামও প্রস্তাব করা হয়েছে।

নোবেল পুরস্কারের জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন জনের নাম প্রস্তাব করতে পারেন। এদের মধ্য থেকে প্রায় ২০০ জনের মতো মানুষকে মনোনয়ন দেয় নোবেল শান্তি কমিটি।