Site icon চ্যানেল আই অনলাইন

‘লড়াকু বাংলাদেশের জন্য ফুল মার্কস’

অস্ট্রেলিয়ার ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্যের জবাবে দিন শেষে ৪৮ রানে পরাজিত বাংলাদেশ। ম্যাচ হারলেও ৩৩৩ রানের লড়াকু ইনিংসে হৃদয় জিতে নিয়েছে টাইগারদের লড়াই। টুইটারে তাই জিততে না পারা বাংলাদেশকে নিয়েও চলছে বন্দনা।

ভারতীয় ক্রিকেট লেখক মিহির বোস টুইট করেছেন, ‘বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রান। তারা হয়তো হেরেছে, কিন্তু দেখিয়ে দিলো সামনে এগিয়ে যাওয়ার মতো সাহস ও চেষ্টা তাদের আছে।’

সাংবাদিক আয়াজ মেমন ‘ক্রিকেটওয়ালা’ টুইটারে লিখেছেন, ‘লক্ষ্য হয়তো তাদের নুইয়ে দিয়েছে। কিন্তু কখনোই হেরে না যাওয়ার মানসিকতার জন্য বাংলাদেশ ফুল মার্কসই পাচ্ছে। লক্ষ্য কিংবা প্রতিপক্ষের বোলিং শক্তি দেখে তারা ঘাবড়ে যায়নি।’

ইএসপিএনের প্রধান সম্পাদক সমবিত বল প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন টিম টাইগার্সকে, ‘তারা পিছিয়ে পড়েছিল, কারণ তাদের বোলাররা অনেক রান হজম করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং এই বিশ্বকাপের প্রধান হাইলাইটস হয়ে থাকবে।’

প্রশংসা হচ্ছে মুশফিকের ১০২ রানের ইনিংসটি নিয়েও। আয়াজ মেমন তার আরেকটি টুইটে লিখেছেন, ‘উচ্চতায় খাটো কিন্তু কর্মে পাহাড়সম!’

ক্রিকেটের বাইরে ট্রেন্ট ব্রিজের এক বাংলাদেশি সমর্থকও বিশেষ নজর কেড়েছেন। কমিক সুপারহিরো স্পাইডারম্যানের কস্টিউম পরে টাইগারদের সমর্থন দিতে গিয়ে সবার নজরে এসেছেন তিনি।

বাংলাদেশের সুপারহিরো সমর্থককে নিয়েও হয়েছে দেদার টুইট। ক্রিকইনফোর নারী সাংবাদিক মেলিন্ডা ফেরেল লিখেছেন, ‘বাংলাদেশের স্পাইডারম্যান এখন ট্রেন্ট ব্রিজে। সে অসাধারণ!’

Exit mobile version