Site icon চ্যানেল আই অনলাইন

লেটস গো গ্রিন: উন্নয়ন কাজের সঙ্গে প্রকৃতি রক্ষার সমন্বয়ের আহ্বান

গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতি থেকে রক্ষা পেতে ছোট ছোট উদ্যোগ নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। রাজধানীতে ‘লেটস গো গ্রিন’ অনুষ্ঠানে উন্নয়ন কাজের সঙ্গে প্রকৃতি রক্ষার বিষয়টি সমন্বয় করার কথাও বলেন তারা।

সাউথইস্ট ইউনিভার্সিটির ন্যাচার অ্যান্ড এনভারনমেন্ট ক্লাবের আয়োজন ‘লেটস গো গ্রিন’। অনুষ্ঠানে অতিথিদের ফুল গাছ দিয়ে বরণ করে নেয়া হয়, ফুল গাছ দেয়া হয় অংশ্রগহণকারী সবাইকে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে দেখানো হয় পরিবেশ-প্রকৃতি বিষয়ক বিশেষ ভিডিওচিত্র।

গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব নিয়ে নাটিকা উপস্থাপন করে ন্যাচার অ্যান্ড এনভারনমেন্ট ক্লাব।

বিশেষজ্ঞ আলোচকরাও কথা বলেন গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে। বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এএনএম মেশকাত উদ্দিন, পাখি বিশারদ ও প্রকৃতিবিদ ইনাম আল হক।

পরিবেশ-প্রকৃতি রক্ষায় ক্ষুদ্র উদ্যোগ নিয়ে হলেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

শেষে প্রকৃতি-পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version