কোভিড-চোট মিলিয়ে চেলসিতে এখনও ব্রাত্য রোমেলু লুকাকু, এরমাঝেই মেতেছেন সাবেক ক্লাবের বন্দনায়। শুধু তাই নয়, বর্তমান ক্লাব কোচের সমালোচনায় রাখেননি কোনোরকম রাখঢাক। লুকাকুর এমন ‘বোকামো’ আচরণে বিরক্ত থমাস টুখেল।
শুক্রবার লুকাকুর বক্তব্যে ক্ষোভ উগরেছেন চেলসি বস, সাধারণের মাঝে বেলজিয়ান স্ট্রাইকারের এমন বক্তব্য ‘খুব ভালো কিছু’ বয়ে আনবে না। যদি রোমেলুর কিছু আলোচনার থাকতো সেটা অন্যভাবেও করা যেত বলে মনে করেন টুখেল।
ইতালিয়ান সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে লুকাকু জানিয়েছেন, চেলসিতে ভালো নেই। আকারে-ইঙ্গিতে দোষটা চাপিয়েছেন কোচ টুখেলের ভিন্ন কৌশলের দিকে। কোনোরকম বাছ-বিচার না করেই বলেছেন, ফিরতে চান সাবেক ক্লাব ইন্টার মিলানে। এমনকি ভুল সময়ে চেলসিতে আসার জন্য ইন্টার সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন।
সংবাদমাধ্যমে লুকাকুর এমন বক্তব্যে চটেছেন জার্মান কোচ টুখেল, ‘আমরা এটা একদমই পছন্দ করি নাই।’ রোমেলুর সাক্ষাৎকারের ব্যাপারে টুখেল বলেছেন, ‘এটা সমস্যা বয়ে আনবে, যা চাই না। এটা ক্ষতিকর। আমরা শান্ত পরিবেশ চাই, নিজেদের কাজে চোখ রাখতে চাই। কিন্তু এমনকিছু সেটা হতে বাধা দেবে। আমি তাকে অসুখী মনে করি না।’
সমস্যা তৈরি করা বক্তব্যে শুধু শিরোনাম পড়ার জন্য নয় বরং টুখেল সাক্ষাৎকারটি নিয়ে আরও ভাবতে চান, ‘কি ঘটতে চলেছে— সেটা জানতে আমরা আরও কিছু সময় নিতে পারি। কারণ রোমেলু যে কাজ এবং ব্যবহারের সঙ্গে এটির মিল নেই। ইংল্যান্ডে যে ধরনের আচরণ লুকাকু করে থাকে তার সঙ্গেও এটি যায় না।’
জনসম্মুখে লুকাকুর ‘বোকামির’ জন্য তাকেই প্রশ্ন করা উচিত বলেও মনে করেন টুখেল, ‘সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার জানা উচিত, তার মতো বিখ্যাত কেউ যখন এই ধরনের বার্তা দেয়, তখন এটির মূল্য কী হতে পারে!’
২০২১-২২ মৌসুমের শুরুতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোয় ইন্টার মিলান ছেড়ে চেলসিতে আসেন লুকাকু। মিলানে সফল দুমৌসুম কাটিয়ে ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে নিজেকে খুঁজে ফিরছেন। নতুন ক্লাবের হয়ে ১৮ ম্যাচে জালের দেখা পেয়েছেন মোটে ৭বার। চোট সমস্যাও বেশ ভোগাচ্ছে। একাদশে ফিরতেও লড়তে হচ্ছে কোচ টুখেলের ফর্মেশনের সঙ্গে।







