চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লিচু চাষ করে কোটিপতি কৃষক আবদুল লতিফ

আখতারুজ্জামান আখতার,পাবনা প্রতিনিধি: পাবনায় লিচু চাষ করে কোটিপতি হয়েছেন কৃষক আবদুল লতিফ । তাকে অনুসরণ করে জেলার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে লিচু বিপ্লব ঘটেছে।

পাবনা সদর উপজেলার জোয়ারদহ গ্রামের কৃষক আবদুল লতিফ তার নিজ এলাকায় এখন ‘লিচু লতিফ’ নামে পরিচিত। স্নাতক ডিগ্রি অর্জনের পর অন্যের জমি লিজ নিয়ে আধুনিক পদ্ধতিতে লিচুর বাগান গড়ে তোলেন। পাশাপাশি আবাদ করেন নানা রকম শাক-সবজি। সাত বছরের ব্যবধানে এখন তিনি দু’শ লিচু গাছের মালিক।

কোটিপতি লতিফের বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষি তথ্য বিভাগ। কৃষক আবদুল লতিফের লিচু চাষের সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন সদর উপজেলার জোয়ারদহ, উগ্রগর, চক উগ্রগর, জয়কৃষ্ণপুরসহ আশপাশের এলাকার অনেক কৃষক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: