Site icon চ্যানেল আই অনলাইন

লন্ডনে বিমানের সরাসরি কার্গো পরিবহন পুনরায় শুরু

যুক্তরাজ্যের কার্গো নিরাপত্তামান বিষয়ক এসিসি৩ অডিট সনদ অর্জন করার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন রুটের সরাসরি কার্গো পরিবহন শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে।

দুই বছর পর বুধবার বেলা পৌনে ১১টায় বিজি ০০১ ফ্লাইটযোগে ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের গত ৮ মার্চ যুক্তরাজ্য সরকার বাংলাদেশ হতে আকাশ পথে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করলে বিমানের ঢাকা-লন্ডন রুটে সরাসরি কার্গো পরিবহন বন্ধ হয়ে যায়।

গত দুই বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো আমদানি ও রপ্তানি শাখায় ইউরোপীয়ান ইউনিয়নের নিরাপত্তা মান অনুযায়ী বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

মান উন্নয়নের এসব উদ্যোগ পর্যবেক্ষণ শেষে ১৯ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন (ডিএফটি) বাংলাদেশের উপর হতে কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

Exit mobile version