চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লকডাউন খুলতেই চীনে বাড়ছে বায়ুদূষণ

করোনাভাইরাসে বেশ কিছুদিন লকডাউনে থাকার সময় চীনের বায়ুদূষণ অনেকটাই কমেছিল। কিন্তু লকডাউন তুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার পর আবারও বাড়তে শুরু করেছে দূষণের পরিমাণ।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের কারণে চীনের অধিকাংশ কলকারখানাই বন্ধ হয়ে গিয়েছিল। তাতে দূষণের পরিমাণও কমে যায় অনেকটাই। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে গত দিনগুলোর ক্ষতি পুষিয়ে নিতে চাইছে দেশটি। তাই সব কলকারখানা খুলে দেওয়া হয়েছে। যে কারণেই দূষণ বাড়তে শুরু করেছে।

চীনের সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এর গবেষকরা এই তথ্য জানিয়েছেন।

তাদের গবেষণায় দেখানো হয়েছে: গত বছরের মে মাসের তুলনায় এ বছর মে মাসে চীনে বায়ুদূষণের পরিমাণ বেড়েছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সারা বিশ্বে চিকিৎসা সরঞ্জাম রপ্তানির প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। যার প্রভাব দেখা দিয়েছে বায়ুমণ্ডলেও।